Breaking News

Ranbir Kapoor-Alia Bhatt-Deepika Padukone : প্রাক্তনের বিয়েতে না থাকায় সোশ্যাল মিডিয়াতে ট্রোলের শিকার দীপিকা, কি দিলেন উপহার? জানেন কি?

গত কয়েক সপ্তাহ রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে নিয়ে সরগরম বি-টাউন। শনিবার ছিল তাঁদের বিয়ের রিসেপশন। সেই রিসেপশন উপলক্ষ্যে চাঁদের হাট বসেছিল। উপস্থিত ছিলেন বলিপাড়ার একাধিক তারকারা। শুধু উপস্থিত ছিলেন না রণবীরের প্রাক্তন প্রেমিকা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। কারণ সেই সময় মুম্বইয়ের বাইরে ছিলেন তিনি। কিন্তু বিয়ের রিসেপশন মিটে যেতেই আবার মুম্বই ফিরেছেন তিনি। এই জন্য সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ট্রোলড হলেন তিনি। দীপিকাকে একহাত নিতে ছাড়লেন না নেটিজেনরা।  এই নায়িকা রণবীর আলিয়ার বিয়ের ঠিক আগে আগেই মুম্বই ছেড়েছিলেন । গত ১৪ এপ্রিল ঘনিষ্ঠদের উপস্থিতিতে বিয়ের পিঁড়িতে বসেছিলেন রণবীর আলিয়া । আর তার আগের দিনই শহর ছেড়েছিলেন দীপিকা। মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছিল তাঁকে। পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়েছিল তাঁর মুম্বই ছাড়ার ছবি। শোনা গিয়েছিল, প্রভাসের সঙ্গে আগামী ছবি ‘প্রোজেক্ট কে’-র শুটিং করতেই দক্ষিণ ভারত পাড়ি দিয়েছিলেন তিনি। ফলে প্রাক্তনের বিয়েতে তিনি যোগ দিতে পারেননি।
যেই রিসেপশন মিটেছে অমনি এসে হাজির তিনি। প্রাক্তনের বিয়ে এড়াতেই এমনটা তিনি করেছেন বলেও কটাক্ষ করেছেন নেটিজেনদের একাংশ।তবে কয়েকজন ট্রোল করলেও ভক্তদের পাশে পেয়েছেন দীপিকা। যারা তাঁরই সমর্থনে সরব হয়েছেন। তবে নেটিজেনরা যাই বলুন না কেন রণবীরের দুই প্রাক্তন প্রেমিকা দীপিকা এবং ক‍্যাটরিনা কিন্তু শুভেচ্ছা বার্তা পাঠাতে ভোলেননি নবদম্পতিকে। সারা জীবন ভালবাসা আর আনন্দে ভরে থাকুক এই তারকা জুটির জীবন, এমনটাই কামনা করেছেন দীপিকা। শোনা যাচ্ছে, তারকা দম্পতিকে নাকি ১৫ লক্ষ টাকার এক জোড়া ঘড়িও উপহার দিয়েছেন তিনি।প্রাক্তন প্রেমিকার উপহার ও শুভেচ্ছা তারকা দম্পতির আগামী জীবন মধুর করুক অনুরাগীদের এটুকুই কামনা I

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।