Breaking News

Ranbir Kapoor-Alia Bhatt wedding : রণবীর আলিয়ার বিয়ের রিসেপশন ,অতিথি কারা জানেন কি ?

বর্তমানে রণবীর কাপুর এবং আলিয়া ভাটের বিয়ে হল অন্যতম প্রধান আকর্ষণ ও আলোচনার বিষয়। ১৪ এপ্রিল বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এই জুটি। কথা ছিল নিজেদের লোক নিয়ে বিয়েটা সম্পন্ন করে এরপর গ্র্যান্ড রিসেপশন পার্টি দেবেন রণবীর আলিয়া জুটি। বলিউড ইন্ডাস্ট্রির সকল বন্ধুবান্ধব- সহ কাপুর এবং ভাট পরিবারের অন্যান্য সদস্যদের ও দেখা মিলবে সেখানে। তবে বিয়ের এক দিন কাটতে না কাটতেই  উঠতে শুরু করে নয়া জল্পনা যে বৃহস্পতিবারই না কি সকল আত্মীয় পরিজনেরা ফিরে গেছেন সুতরাং কোনও গ্র্যান্ড রিসেপশন পার্টির আয়োজন করা হচ্ছে না। তবে সূত্র মারফত জানা গেছে যে, এখনই শেষ হয় নি রণবীর আলিয়া জুটির বিয়ের সেলিব্রেশন। আরও একবার ক্যামেরার সামনে ধরা দেবেন করিনা কাপুর- করিশ্মা কাপুর, রণবীর- আলিয়া- সহ বলিউডের অন্যান্য সেলিব্রেটিরা। জানা গেছে যে, রণবীর কাপুরের বাসভবন ভাস্তুতে নিজেদের পরিবার এবং ইন্ডাস্ট্রির কিছু ঘনিষ্ঠ বন্ধুবান্ধব নিয়ে একটি রিসেপশনের আয়োজন করা হয়েছে। তবে এ কথা ঠিক রিসেপশন হলেও তাতে থাকবে না অতিরঞ্জিত আড়ম্বর । বিয়ের মতোই নিজেদের কিছু ঘনিষ্ঠ মানুষজন নিয়ে একটি ঘরোয়া রিসেপশন হতে চলেছে রালিয়ার। শোনা যাচ্ছে এই অনুষ্ঠানে সম্ভবত উপস্থিত থাকবেন কিং খান।  কারণ রণবীর কাপুর এবং আলিয়া ভাট উভয়ের সঙ্গেই বেশ ভালো সম্পর্ক বলিউড বাদশার। সেই অর্থে তাদের শুভ অনুষ্ঠানের সাক্ষী হতে পারেন শাহরুখ খান। এখন অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে সেই অনুষ্ঠানের।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।