ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত রঞ্জি ট্রফিতে ঝাড়খণ্ডের বিরুদ্ধে বাংলার হয়ে সোমবার দুরন্ত সেঞ্চুরি করেছে নৈহাটির নৈহাটির আম্রপল্লী পূর্ব পাড়ার বাসিন্দা সুদীপ কুমার ঘরামি। সুদীপের বাবা সুশান্ত ঘরামি পেশায় রাজমস্ত্রী ও মা লক্ষ্মী দেবী গৃহবধূ। তবে ছেলের ঝাঁঝালো ব্যাটিংয়ে বেজায় খুশি সুদীপের বাবা-মা। এখন দেশের হয়ে খেলার প্রতীক্ষায় ঘরামি দম্পতি। ছেলেবেলা থেকে অভাব অনটনের মধ্য দিয়ে বড় হয়ে ওঠা সুদীপের। নৈহাটির রাধাবল্লভ রোডের বাসিন্দা প্রখ্যাত ক্রিকেট প্রশিক্ষক দেবেশ চক্রবর্তীর কাছেই ছেলেবেলা থেকে তার ক্রিকেটে হাতেখড়ি। এখনও দেবেশ বাবুর কাছেই সুদীপ ক্রিকেটের তামিল নিচ্ছে। ছেলের লক্ষ্যে পৌঁছতে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাবার অঙ্গীকার আর্থিকভাবে অসচ্ছল ঘরামি দম্পতি। তবে দেশের হয়ে খেলার সুযোগ যাতে সুদীপ পায়, সেদিকে লক্ষ্য রেখেই সকলকে সুদীপের পাশে দাঁড়ানোর পরামর্শ দিলেন নৈহাটির পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায়।
Ranji Trophy 2022: রঞ্জিতে দুরন্ত সেঞ্চুরি, এবার দেশের হয়ে খেলার অপেক্ষায় সুদীপের বাবা-মা
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper