যশ, খ্যাতি সবটাই অর্জন করেছেন খুব অল্প সময়ের মধ্যে I এই অভিনেত্রীর নাম রশ্মিকা মন্দানা। কর্ণাটকের কুর্গ শহরে জন্ম হয় রশ্মিকার। মডেলিং দিয়েই কেরিয়ারের শুরু করেছিলেন তিনি। ২০১৬ সালে কন্নড় ফিল্ম কিরিক পার্টি দিয়ে সিনেমা জগতে প্রবেশ করেন রশ্মিকা I প্রথম ছবিতেই সাফল্যের মুখ দেখেন তিনি। মাত্র ৪ কোটি টাকা বাজেটের ছবি ব্যবসা করেছিল ৫০ কোটি টাকা, তারপর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি Iএখনও পর্যন্ত মাত্র হাতে গোনা ১৪ টি ছবিতে কাজ করেছেন রশ্মিকা। যার প্রতিটিই প্রায় সুপারহিট। তবে তার মধ্যে ‘পুষ্পা’ ছবির সাফল্যের পর থেকেই রশ্মিকার জনপ্রিয়তা জাতীয় স্তরে পৌঁছে গিয়েছে। তবে জনপ্রিয়তার পাশাপাশি ট্রোলিংও রশ্মিকার নিত্যদিনের সঙ্গী Iএত নাম-যশের মধ্যেও নেটমাধ্যমে কটাক্ষের শিকার হন রশ্মিকা মন্দানা যা বিস্ময়কর Iএকের পর এক কটাক্ষ শুনতে শুনতে একটা সময় ক্লান্ত হয়ে গিয়েছিলেন রশ্মিকা। মানসিক অবসাদে ভুগতে শুরু করেন নায়িকা। ট্রোলিংয়ে জুটেছিল যৌনকর্মীর তকমা এমনকি শরীর নিয়ে কটাক্ষও শুনতে হয়েছে অভিনেত্রীকে। একটি সাক্ষাৎকারে নিজের শরীর নিয়ে কটাক্ষের বিরুদ্ধ রুখে দাঁড়িয়েছেন রশ্মিকা Iজানিয়েছেন, শরীর, গায়ের রং, ব্যক্তিগত সম্পর্ক নিয়ে যখন প্রশ্ন ওঠে, তখন তার মনে হতো, বাইরের লোকের সামনে যেন নগ্ন অবস্থায় তিনি রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন। তবে শুধু শরীর নয়, তার পরিবারকেও বাদ রাখা হয়নি এর থেকে। এক নেটিজেন রশ্মিকার ছবিতে লিখেছিলেন দাগার, যাকে কন্নড় ভাষায় বলা হয় যৌনকর্মী।তবে নিজের ইচ্ছায় মানসিক অবসাদকে হারিয়ে তিনি আজ সফল অভিনেত্রী। আত্মবিশ্বাসই রশ্মিকার মূলমন্ত্র Iনায়িকার হাতে রয়েছে একগুচ্ছ বড় বাজেটের ছবি I বলিউডেও খুব শীঘ্রই তাকে দেখা যাবে অভিনয় করতে I তার ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছে সিনেমা মুক্তির I