অভিনেত্রী রশ্মিকা মন্দনা বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ফিল্ম স্টার সে বিষয়ে কোনো সন্দেহ নেই I তিনি জাতীয় ক্রাশ। মিডিয়াতে এবং দর্শকদের মাঝে তাকে নিয়ে মাতামাতির শেষ নেই। গতবছরের শেষে মুক্তিপ্রাপ্ত ‘পুষ্পা: দ্যা রাইজ’ এক তুমুল আলোড়ন সৃষ্টি করেছিল। ছবির অভিনেতা আল্লু অর্জুনের পাশাপাশি অভিনেত্রী রশ্মিকা মন্দনাকে নিয়েও আলোচনা কিছু কম হয়নি। বলাই বাহুল্য, বর্তমানে দক্ষিণী ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন তিনি। সম্প্রতি মুম্বাই এয়ারপোর্টে দেখা গিয়েছে অভিনেত্রীকে।বর্তমানের অভিনেত্রী হিসেবে প্রায়ই সোশ্যাল মিডিয়ার পাতায় সবসময়ই চর্চায় থাকতে দেখা যায় নায়িকাকে। তিনি বর্তমান প্রজন্মের কাছে জাতীয় ক্রাশ তাই তার ওপর পাপারাৎজিদের ক্যামেরা সর্বদাই নজর রেখে চলে I মুম্বাই এয়ারপোর্টে ক্যামেরার সামনে সেই চিরপরিচিত ঘায়েল করা হাসি উপহার দিয়ে গেছেন অভিনেত্রী, যাতে আপাতত ঘায়েল গোটা নেটদুনিয়া।মুম্বাই এয়ারপোর্টে গাড়ি থেকে নেমে, সোজা ভিতর দিকে ঢুকে যেতে দেখা গিয়েছে তাকে। তার সাথে সেখানে উপস্থিত ছিলেন তার দেহরক্ষীরাও। এদিন একেবারে হালকা মেকাপে ও হালকা মেজাজেই ছিলেন অভিনেত্রী। কাজের সূত্রই তার মুম্বাইতে আগমন বলে জানা গিয়েছে।পুষ্প ছবিতে অভিনয় করার পর থেকেই বলিউডের একাধিক ছবির অফার এসেছে তার কাছে। জানা গিয়েছে, পর্দার শ্রীভাল্লী খুব শীঘ্রই পা রাখতে চলেছেন বলিউডে। শান্তনু বাগচী পরিচালিত ‘মিশন মজনু’ ছবিতে সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে তাকে।আপাতত, অভিনেত্রীর অগণিত ভক্তরা তাকে বলিউডের ছবিতে দেখার অপেক্ষায় দিন গুনছেন সেটা নিয়ে কোনো সন্দেহ নেই I