সেনা কর্মী সুরেশ মাহাতোর ভাইজির বিবাহ অনুষ্ঠান উপলক্ষে বাড়িতে শনিবার রাতে জগদ্দলের মোমিন পাড়ার শীতলা মন্দির এলাকায় সাউন্ড বক্স বাজছিল। অভিযোগ, রাত বাড়ায় স্থানীয়রা বক্স বাজাতে নিষেধ করেছিল। এতেই দুপক্ষের মধ্যে বচসা থেকে মারপিট বেধে যায়। অভিযোগ উঠেছে, সেনা কর্মী সুরেশ মাহাতোর বাড়ির দেওয়ালে একটি বোমা মারা হয়েছে। আরও দুটি বোমা পড়েছে ওই এলাকায়। ঘটনায় উত্তেজনা রয়েছে মোমিনপাড়ায়। মারপিট ও বোমাবাজির ঘটনায় উভয়পক্ষের চারজনকে গ্রেফতার করেছে জগদ্দল থানার পুলিশ। ধৃতদের নাম অনিল মাহাতো, সুরেশ মাহাতো, রাজেশ মাহাতো, মহম্মদ রাজাউদ্দিন। সোমবার বেলায় মোমিনপাড়ার অলিগলি ও পরিত্যক্ত এলাকায় বোমার খোঁজে তল্লাশি চালায় জগদ্দল থানার পুলিশ ও বম্ব স্কোয়াড। কিন্তু বোমার খোঁজ মেলেনি। পুলিশের দাবি, বোমার খোঁজে তল্লাশি অভিযান জারি থাকবে।
অনুষ্ঠান বাড়িতে সাউন্ড বাক্স বাজানো ঘিরে মারপিট ও বোমাবাজি জগদ্দলের মোমিন পাড়ায় ধৃত ৪
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper