পেনশনের দাবিতে মঙ্গলবার বেলায় চেয়ারপার্সনের ঘরের সামনে বসে পড়ে বিক্ষোভ দেখাল ভাটপাড়া পুরসভার অবসরপ্রাপ্ত কর্মচারীরা। তাদের অভিযোগ, সরকারের নির্দেশ ছিল গত ২৯ সেপ্টেম্বরের আগে একবার এবং আরেকবার চলতি মাসে কালী পুজোর আগে পেনশনের টাকা মিটিয়ে দিতে। কিন্তু পুর কর্তৃপক্ষের কাছে একাধিকবার দরবার করেও পেনশনের টাকা মেলেনি। বিক্ষোভকারীদের দাবি, দুমাস ধরে পেনশনের টাকা না মেলায় বাধ্য হয়ে তারা অবস্থান বিক্ষোভে বসেছিলেন। ভাটপাড়ার উপ-পুরপ্রধান দেবজ্যোতি ঘোষের সাফাই, পুরসভার ফান্ডের অবস্থা ভালো নয়। চেয়ারপার্সনের সঙ্গে কথা বলে অবিলম্বে সমস্যা মেটানোর চেষ্টা করা হবে।
Bhatpara: পেনশনের দাবিতে ভাটপাড়া পুরসভায় বিক্ষোভ অবসরপ্রাপ্ত কর্মচারীদের
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর