সোমবার সকালে (Rhinoceros) আচমকাই একটি গন্ডার জলদাপাড়া জঙ্গল থেকে বেরিয়ে চলে আসে আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের শিমলাবাড়ি গ্রামে। সকালে ঘুম থেকে উঠেই গন্ডার দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। তারা খবর দেন বন দপ্তরের চিলাপাতা রেঞ্জ অফিসে। খবর পেয়ে চিলাপাতা রেঞ্জ থেকে বন কর্মীরা একটি কুনকি হাতি নিয়ে শিমলাবাড়ি গ্রামে যান ও কুনকি হাতির সাহায্যে গন্ডারটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা শুরু করেন।জানা গেছে দীর্ঘক্ষনের চেষ্টায় বন কর্মীরা গন্ডারটিকে জঙ্গলে ফেরাতে সমর্থ হন। গন্ডারটিকে জঙ্গলে ফেরত পাঠানোয় আতঙ্ক মুক্ত হন এলাকাবাসী।
Rhinoceros: জলদাপাড়া জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে চলে এলো গণ্ডার, আতঙ্ক এলাকায়
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার