ঋতাভরী চক্রবর্তী ‘বহুরূপী’র শুটিং শেষ হতেই (Ritabhari Chakraborty) বুধবার সুখবর শোনালেন । বাংলা সিনেইন্ডাস্ট্রির নায়িকার জাতীয়স্তরেও কদর কম নয়! এবার পাপুয়া নিউ গিনির ছবিতে অভিনয় করবেন ঋতাভরী। ভারতের সঙ্গে যৌথ প্রযোজনায় এই ছবিটি তৈরি করবে সেই দ্বীপরাষ্ট্র। শুধু তাই নয়, (Ritabhari Chakraborty) সিনেমার মিউজিকের দায়িত্বে রয়েছেন তিনবারের গ্র্যামি জয়ী শিল্পী। বঙ্গকন্যার কাছে যে এটা বড়প্রাপ্তি, তা বলাই বাহুল্য।
পাপুয়া নিউ গিনি এবং ভারতের যৌথ প্রযোজিত সেই সিনেমার নাম ‘পাপা বুকা’। পরিচালকের আসনে আন্তর্জাতিক খ্যাতনামাসম্পন্ন ডা. বিজুকুমার দামোদরন। আনুষ্ঠানিকভাবে এই ছবির ঘোষণা করেছেন, পাপুয়া নিউ গিনির হাইকমিশনার ইনবাসেকর সুন্দরামূর্তি। চলতি বছর জুলাইয়ের মাঝামাঝি সময়ে সেই দ্বীপরাষ্ট্রে শুটিং শুরু করবেন ঋতাভরী চক্রবর্তী। মিউজিকের দায়িত্বে রয়েছেন গ্র্যামি জয়ী শিল্পী রিকি কেজ। নতুন কাজ নিয়ে উচ্ছ্বসিত ঋতাভরীকে শুভেচ্ছা জানিয়েছেন বন্ধু-সহকর্মীরা।
টলিউডের পাশাপাশি বলিউডেও এখন ঋতাভরী চক্রবর্তী এক পরিচিত মুখ । অনুরাগ কাশ্যপ থেকে শাহরুখ খান, সকলের সঙ্গেই যোগাযোগ রাখেন এই টলিউড অভিনেত্রী। এমনকী বাবা সিদ্দিকির ইফতার পার্টিতেও সলমন-শাহরুখদের সঙ্গে এক টেবিলে বসে ইফতার করতে দেখা গিয়েছিল তাঁকে। বলিপাড়ার সেই হাইপ্রোফাইল ইদ পার্টিতে ঋতাভরী ছাড়া আজ পর্যন্ত কেউ ডাক পাননি। সম্প্রতি নারীদিবসে দীপিকা পাড়ুকোনের তরফে এক ব্যাগ ভর্তি বিশেষ উপহারও পেয়েছিলেন টলিউড অভিনেত্রী। এবার আন্তর্জাতিক ময়দানে কাজ করবেন ঋতাভরী। সভাবতোই খুশি অভিনেত্রীর অনুরাগীরা।
Ritabhari Chakraborty: ঋতাভরী এবার আন্তর্জাতিক সিনেমায়, উচ্ছসিত নায়িকার ভক্তকূল
রিপোর্ট : সমীক বোস , এই যুগ, বিনোদন ডেস্ক
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper