Breaking News

Ritabhari Chakraborty: কালো পোশাকে ঠিকরে বেরোচ্ছে বক্ষ-বিভাজিকার খাঁজ, ঋতাভরীর নেশায় মাতোয়ারা সোশ্যাল মিডিয়া

বঙ্গতনয়ার হাইভোল্টেজ ছবিতে জ্বলছে সোশ্যাল মিডিয়া। টলিপাড়ার হট হিরোইন ঋতাভরী যেন সর্বদাই চমকে দিচ্ছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আকর্ষনীয় ছবি পোস্ট করেছেন ঋতাভরী। কালো পোশাকে ঠিকরে বেরোচ্ছে বক্ষ-বিভাজিকার খাঁজ। বোল্ড লুকে  ছবি পোস্ট করা মাত্রই হু হু করে বাড়ছে ছবির কমেন্ট ও লাইকের সংখ্যা। টলিপাড়ার নায়িকার ছবি দেখলে ঘুম উড়বে সকলেরই।টলিউডের অন্যতম সাহসী অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। অভিনয়ের পাশাপাশি মডেলিং জগতেও তিনি বেশ জনপ্রিয় । সোশ্যাল মিডিয়াতেও অভিনেত্রী বেশ অ্যাক্টিভ । মাঝেমধ্যেই  ছবি ও ভিডিও পোস্ট করে উষ্ণতার পারদ চড়ান  টলিপাড়ার সেক্সিয়েস্ট ঋতাভরী। ঋতাভরীর পোস্ট করা  ছবিতে দেখা যাচ্ছে লো নেকলাইন কালো পোশাকে বেরিয়ে রয়েছে হট ক্লিভেজ । গলায় হার, খোলা চুল এবং ঠোঁটের লাল লিপস্টিকে নেশা ধরিয়েছেন বঙ্গতনয়া। ছবি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। হট ক্লিভেজ দেখিয়ে রাতারাতি আগুন জ্বালিয়ে দিয়েছেন টলি ডিভা। প্রতিটি ছবিই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তার ভক্তদের কমেন্ট ও লাইকের বন্যা বয়ে গেছে ছবির সাথে I

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।