মালদহ জেলা পুলিশের (Safe Drive Save Life Malda) অধীন হরিশ্চন্দ্রপুর, গাজোল, রতুয়া, হবিবপুর থানা এলাকায় শুক্রবার আয়োজিত হয় সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। জানা গেছে এদিন প্রতিটি থানা প্রাঙ্গনে ট্যাবলো স্তাপন করে পুলিশ কর্মীরা সেফ ড্রাইভ সেভ লাইফ প্রচার চালান। ট্যাবলোতে দেখানো হয়েছে হেলমেট না পড়ে অসতর্ক ভাবে বাইক চালালে কি পরিণতি হতে পারে। যানবাহন চালানোর সময় মোবাইল ব্যবহার না করা, ট্রাফিক আইন মেনে গাড়ি চালানো সহ ট্রাফিক আইন বিষয়ে পথ চলতি মানুষদের সচেতনতার বার্তাও দেওয়া হয় এই কর্মসূচি থেকে।
Safe Drive Save Life Malda: মালদহ জেলা পুলিশের উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, মালদা
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper