উত্তরাখণ্ডের উত্তর কাশীতে ট্রেকিং প্রশিক্ষণ নিতে গিয়ে মৃত্যু হল নিউ ব্যারাকপুর থানার কামারগাতির বাসিন্দা সন্দীর সরকারের (৩৯)। তুষারধসের কবলে পড়েই মৃত্যু হয়েছে পেশায় স্কুল শিক্ষক সন্দীপ সরকারের। সোমবার জেলাশাসক দফতরের আধিকারিকেরা তাঁর বাড়িতে এসে স্ত্রী সহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলেন। মঙ্গলবার দুপুরে তাঁর নিথর দেহ এসে পৌঁছবে দমদম বিমানবন্দরে। সেখান থেকে তাঁর মরদেহ আনা হবে নিউ ব্যারাকপুরের বাড়িতে। মৃতের শ্যালক সুশঙ্কর রায় জানান, উত্তরাখণ্ডের পার্বতারোহন প্রশিক্ষণ কেন্দ্র নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং সংস্থার পক্ষ থেকে একটি এডভান্স কোর্সের প্রশিক্ষণ নিতে গিয়েছিলেন মোট ৪১ জন। তাঁর মধ্যে বাংলা থেকে গিয়েছিলেন তাঁর জামাইবাবু-সহ আরও দুজন। বাকিরা ভিন রাজ্যের। সুশঙ্করের দাবি, গত ১১ সেপ্টেম্বর সন্দীপ বাড়ি থেকে রওনা দিয়েছিলেন । ১২ অক্টোবর ওঁর বাড়ি ফিরে আসার কথা ছিল। কিন্তু ৪ অক্টোবর সকাল ৮-১৫ মিনিট নাগাদ সামিট থেকে মাত্র ১০০ মিটার দূরত্বে তুষারধসের কবলে পড়েন ৪১ জন। কয়েকজন প্রাণে বেঁচে গেলেও, ২৯ জন বরফের তলায় চাপা পড়ে গিয়ে নিখোঁজ ছিলেন। সন্দীপের দেহ সনাক্ত করা গিয়েছে, এই মর্মে সোমবার সকালে তাঁর পরিবারের কাছে খবর এসে পৌঁছয়। তাঁর অকাল প্রয়ানে শোকের ছায়া নেমে এসেছে কামারগাতি এলাকা জুড়ে।
Barrackpore: উত্তর কাশিতে ট্রেকিংয়ে গিয়ে মৃত্যু নিউ ব্যারাকপুরের সন্দীপ সরকারের
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর