বিদ্যার দেবী হংস বাহনা মা সরস্বতীর শুভ উদ্বোধনে শিবপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৯ নম্বর ওয়ার্ডের ডাবলু রোড ভারত মাতা গলি সুভাষ সংঘে বিশিষ্ট সমাজসেবী কৈলাস মিশ্রা শুভ সূচনা করলেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবিকা রিনা মল্লিক ও করবি ঘোষ মহাশয়া এবং বিশিষ্ট সমাজসেবী সৌম্য ঘোষ।ও বিশিষ্ট সমাজসেবী সুপ্রভাত মশাট ও রূপায়ণ গাঙ্গুলী মহাশয়। অন্যতম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাওড়া ডব্লু রোড সুভাষ সংঘের পুজোয় উলুুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক তথা বিশিষ্ট চিকিৎসক নির্মল মাজি মহাশয় ও শিবপুর ব্লক তৃণমূল কংগ্রেস এর সভাপতি মহেন্দ্র শর্মা মহাশয়।এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী রিয়া তরফদার ।
Saraswati puja howrah: হাওড়া সুভাষ সংঘের সরস্বতী পুজোয় ডাক্তার বিধায়ক নির্মল মাজি ও হাওড়া জেলা তৃণমূল যুব কংগ্রেস এর সভাপতি কৈলাশ মিশ্র
রিপোর্ট : সুরজিৎ মালিক , এই যুগ, হাওড়া