বৃহস্পতিবার , ডিসেম্বর 12 2024
Breaking News

SABYASACHI CHATTERJEE cpim Howrah: শেষ দিনের প্রচারে হাওড়ার সিপিআইএম প্রার্থী সব্যসাচী চ্যাটার্জী

রিপোর্ট : বাপন ধাঁড়া , এই যুগ, হাওড়া

SABYASACHI CHATTERJEE cpim Howrah: শেষ দিনের প্রচারে হাওড়ার সিপিআইএম প্রার্থী সব্যসাচী চ্যাটার্জী সোমবার ২০ মে নির্বাচন হাওড়া লোকসভা (Howrah) কেন্দ্রের। আজ ছিলো প্রচারের শেষ দিন । শেষ দিনের প্রচারে হাওড়ার সিপিআইএম প্রার্থী সব্যসাচী চ্যাটার্জী । সব্যসাচী চ্যাটার্জী এদিন দলীয় কর্মীদের নিয়ে জাপানি গেট থেকে কদমতলা বাজার পর্যন্ত নির্বাচনী প্রচার করেন তিনি । এদিন তাকে ঘিরে সিপিআইএম কর্মীদের উচ্ছাস দেখা যায়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।