বলিউড ইন্ডাস্ট্রিতে বড় ধাক্কা। অকালে চলে গেলেন প্রখ্যাত অভিনেতা ও চিত্রনাট্যকার শিব কুমার সুব্রহ্মণ্যম। অভিনেতার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে সিনে জগতে। সোমবার সকালেই অভিনেতা শিব কুমার সুব্রহ্মণ্যমেরল মৃত্যুক খবর জানিয়েছেন অভিনেতা আয়েশা রাজা। তিনি লিখেছেন, আর কী বলব আমার বন্ধু, শান্তিতে ঘুমিও, সমস্ত যন্ত্রণা থেকে মুক্তি পেলে। গত রবিবার রাতেই মৃত্যু হয়েছে শিব কুমার সুব্রহ্মণ্যমের। অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ বলি ইন্ডাস্ট্রি।প্রায় তিন দশক ধরে টেলিভিশন ও হিন্দি ছবিতে অভিনয় করেছেন শিব কুমার সুব্রহ্মণ্যম। তার অভিনয় দক্ষতায় সমৃদ্ধ করেছিলেন ফিল্ম ইন্ডাস্ট্রিকে। এহেন গুণী অভিনেতার আকস্মিক চলে যাওয়াটা সত্যিই বড় ক্ষতি। তবে ঠিক কীভাবে মৃত্যু হল অভিনেতার, তা এখনও জানা যায় নি। বলিউড পরিচালক হনসল মেহতাও নিজের টুইটারে শোকজ্ঞাপন করেছেন এবং অভিনেতার শেষকৃত্যের খবর জানিয়েছেন। হনসল মেহতা টুইটারে লিখেছেন, সোমবার মুম্বইয়ের মোক্ষধাম হিন্দু শ্মশানে প্রয়াত অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে।প্রতিভাবান এই অভিনেতা ১৯৮৯ সালে বিধু বিনোদ চোপড়ার ছবি ‘পরিন্দা’ দিয়ে বলিউডে পা রেখেছিলেন। অনিল কাপুর,মাধুরী দীক্ষিত, জ্যাকি শ্রফ, নানা পাটেকর অভিনীত এই ছবির চিত্রনাট্যও লিখেছিলেন শিব কুমার সুব্রহ্মণ্যম। অভিনেতার মৃত্যুর খবরে সকলেই ভেঙে পড়েছেন। আরও জানা গেছে, মাত্র দু-মাস আগেই একমাত্র সন্তান দিব্যাকে হারান বলিউডের প্রতিভাবান অভিনেতা । মাত্র ১৬ বছরের জন্মদিনের আগেই অভিনেতাকে ছেড়ে প্রয়াত হন কন্যা দিব্যা। ব্রেন টিউমারই কেড়ে নিয়েছে দিব্যাকে। মেয়ে চলে যাওয়ার শোক আর কোনওভাবেই সামলাতে পারলেন না অভিনেতা। মেয়ের শোকেই সকলকে ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন বলিউডের ‘টু-স্টেট’ খ্যাত অভিনেতা শিব কুমার সুব্রহ্মণ্যম। রেখে গেলেন তার অজস্র কাজের স্মৃতি I