বাংলাদেশী (siliguri) নাগরিককে ভারতীয় আধার কার্ড বানিয়ে দেবার অভিযোগে খড়িবাড়ি থানার পুলিশ সোমবার গ্রেপ্তার কিরে এক ব্যাংক কর্মীকে। জানা গেছে ধৃতের নাম সোমেশ বর্মন। পুলিশ তাকে হলদিবাড়ি থেকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে খবর দিন কয়েক আগে ভারত নেপাল সীমান্তের খড়িবাড়ি থানার পানিট্যাঙ্কিতে মোহন্ত বর্মন নামে এক বাংলাদেশী নাগরিককে গ্রেপ্তার করে সীমান্তে মোতায়েন সশস্ত্র সীমা বলের জওয়ানরা। তারা ধৃত বাংলাদেশীকে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ মোহন্ত বর্মনের কাছে ভারতীয়আধার কার্ড পায়। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে সোমেশ বর্মন এই আধার কার্ড বানিয়ে দিয়েছিলো। উল্লেখ্য ব্যাঙ্কে কাজ করার পাশাপাশি সোমেশ আধার কার্ড বানানোর কাজ ও করে। সোমেশের নাম জানতে পেরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। মঙ্গলবার সোমেশকে শিলিগুড়ি আদালতে পাঠানো হয়েছে।
siliguri: বাংলাদেশী নাগরিককে আধার কার্ড বানিয়ে দেবার অভিযোগে গ্রেপ্তার ব্যাংক কর্মী
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper