ঘন কুয়াশার জেরে (siliguri) মঙ্গলবার সকালে বাগডোগরা বিমানবন্দরে ব্যাহত হয়েছে বিমান ওঠা নামা, একারনে বিপাকে পড়েছেন যাত্রীরা। বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে ঘন কুয়াশায় দৃশ্যমানতা কম থাকায় মঙ্গলবার সকালে কোনো বিমান বাগডোগরা বিমান বন্দরে ওঠানামা করতে পারেনি। তাদের আশা বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা সরে যাবে ও দৃশ্যমানতা বাড়বে এবং স্বাভাবিক হবে বিমান পরিষেবা।
siliguri: ঘন কুয়াশার জেরে মঙ্গলবার সকালে বাগডোগরা বিমানবন্দরে ওঠানামা করেনি কোনো বিমান ,বিপাকে যাত্রীরা
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি