Breaking News

Siliguri: তৃণমূলের মহামিছিল শিলিগুড়িতে

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি

Siliguri: তৃণমূলের মহামিছিল শিলিগুড়িতে
  siliguri-grand-procession-of-trinamool-in-siliguri-tmc-west-bengal-india-ei-yugবাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে, পেট্রো পন্যের অস্বাভাবিক মুল্য বৃদ্ধির প্রতিবাদে, দুই কেন্দ্রীয় মন্ত্রীকে গ্রেপ্তার ও বিজেপি নেতাদের অনবরত কুৎসা প্রচার বন্ধের দাবীতে শিলিগুড়িতে আয়োজিত হলো তৃণমূলের সভা ও মহামিছিল। তৃণমূলের দার্জিলিং জেলা কমিটির উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয় ভেনাস মোড়ে। সোমবার আয়োজিত এই সভা ও মহামিছিলে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার নেতৃত্ব ও কর্মীরা যোগ দেন। উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ। উদ্যোক্তাদের পক্ষে তৃণমূল নেতা গৌতম দেব জানান বিজেপি বাংলা ভাগের চক্রান্ত করছে। তৃণমূল বাংলা ভাগের বিরুদ্ধে। এই চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং সোনা চুরির ঘটনায় অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিক ও আইন শৃঙ্খলা ভংগের দায়ে অভিযুক্ত অপর কেন্দ্রীয় মন্ত্রী জন বারলাকে গ্রেপ্তারের দাবী জানিয়ে এদিন এই সভা ও মহামিছিল আয়োজিত হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।