Breaking News

Siliguri: যুদ্ধকালীন তৎপরতায় ডেঙ্গি প্রবনতা মোকাবিলার লক্ষ্যে উচ্চ পর্যায়ের বৈঠক শিলিগুড়ি পৌর নিগমে

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি

Siliguri: যুদ্ধকালীন তৎপরতায় ডেঙ্গি প্রবনতা মোকাবিলার লক্ষ্যে উচ্চ পর্যায়ের বৈঠক শিলিগুড়ি পৌর নিগমে যুদ্ধকালীন তৎপরতায় ডেঙ্গি প্রবনতা মোকাবিলার লক্ষ্যে শনিবার শিলিগুড়ি পৌর নিগমের সভাকক্ষে অনুষ্ঠিত হল এক উচ্চ পর্যায়ের বৈঠক। উপস্থিত ছিলেন শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, মেয়র পারিষদগন, পাঁচজন বোরো চেয়ারপার্সন, দার্জিলিং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অধ্যক্ষ, সহকারী অধ্যক্ষ, শিলিগুড়ির মহকুমাশাসক, পুরনিগমের কমিশনার, বাস্তুকার, স্বাস্থ্য আধিকারিক গন সহ অন্যান্য আধিকারিকগন। মেয়র গৌতম দেব জানান এদিন বৈঠকে যুদ্ধকালীন তৎপরতায় ডেঙ্গি প্রবনতা মোকাবিলার লক্ষ্যে আলোচনা হয়েছে এবং বেশ কিছু সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী দ্রুত কাজ শুরু করা হচ্ছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।