শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামের (siliguri) উন্নতিকরন সহ ব্যাডমিন্টন ও টেবিল টেনিস কোর্ট নির্মান কাজ পরিদর্শন করলেন শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব। এদিন পরিদর্শন শেষে মেয়র জানান শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামটিকে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলার জন্য উদ্যোগী হয়েছে শিলিগুড়ি পৌর নিগম। স্টেডিয়ামের সার্বিক উন্নতিকরন সহ ব্যাডমিন্টন ও টেবিল টেনিস কোর্ট নির্মানের কাজ দ্রুতগতিতে চলছে বলে জানান মেয়র। এদিন কাজের অগ্রগতি দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনে মেয়রের সাথে ছিলেন পৌর নিগমের কমিশনার, বাস্তুকার ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের আধিকারিকগন। মেয়র আরও জানান যে গতিতে কাজ চলছে তাতে আশা করা যায় স্টেডিয়ামটিকে খুব শীঘ্রই আন্তর্জাতিক মানের গড়ে তোলা সম্ভব হবে।
siliguri: শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামের কাজ পরিদর্শনে মেয়র
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper