শুক্রবার , জানুয়ারি 16 2026
Breaking News

siliguri: কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের কাজ পরিদর্শনে মেয়র গৌতম দেব

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি

siliguri: কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের কাজ পরিদর্শনে মেয়র গৌতম দেব শিলিগুড়ি (siliguri) পৌর নিগমের বিয়াল্লিশ নম্বর ওয়ার্ডে ডাম্পিং গ্রাউন্ডে চলছে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প গড়ে তোলার কাজ। শিলিগুড়ি পৌর নিগম ও স্টেট আর্বান ডেভেলপমেন্ট এজেন্সীর যৌথ উদ্যোগে গড়ে তোলা হচ্ছে এই প্রকল্প। বুধবার শিলিগুড়ি পৌর নিগমের মেয়র এই প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পরিদর্শনে যান। তার সাথে ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, পৌর নিগমের জঞ্জাল অপসারণ বিভাগের মেয়র পারিষদ, সচিব,বাস্তুকারগন সহ দায়িত্বপ্রাপ্ত সংস্থার আধিকারিকগন। পরিদর্শন শেষে মেয়র গৌতম দেব জানান প্রকল্পের কাজ দ্রুতগতিতে চলছে। তার আশা নির্দিষ্ট সময়ের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হয়ে যাবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।