চল্লিশতম উত্তরবঙ্গ বই মেলা শুরু হবে ডিসেম্বর মাসের দুই তারিখে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনের মেলা প্রাঙ্গনে। এই বই মেলার প্রস্তুতি বৈঠক আয়োজিত হল শিলিগুড়িতে পূর্ত দপ্তরের ইন্সপেকশন বাংলোতে। রবিবারের এই বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব, জেলা গ্রন্থাগারিক সহ জেলা প্রশাসনের আধিকারিকগন। মেয়র গৌতম দেব জানান বই মেলাকে সফল করার লক্ষ্যেই এই প্রস্তুতি বৈঠক।
Siliguri: উত্তরবঙ্গ বই মেলার প্রস্তুতি বৈঠক শিলিগুড়িতে
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper