শনিবার , সেপ্টেম্বর 21 2024
Breaking News

EID: শিলিগুড়িতে জমজমাট ঈদের বাজার

রিপোর্ট : ঋত্বিক ভট্টাচার্য্য, এই যুগ, শিলিগুড়ি

আজ ঈদ। আর ঈদ কে (EID) ঘিরেই বুধবার জমজমাট থাকলো শিলিগুড়ির বাজার। প্রত্যেকবছরের মতো এবছরও শিলিগুড়ির সফদর হাসমি চকে বসে ঈদের বাজার। (EID)একাধিক পসরা সাজিয়ে বসেন মুসলিম সম্প্রদায়ের মানুষরা। জামাকাপড় থেকে শুরু করে খাবারদাওয়ার সবই ছিল এই বাজারে।EID: শিলিগুড়িতে জমজমাট ঈদের বাজার

তবে মূলত এক মাস থেকেই চলছে এই বাজার এবং বুধবার ছিল এই বাজারের শেষ দিন। তাই এদিন সকাল থেকেই উপচে পরে মানুষের ভিড়। শেষ কেনাবেচায় ব্যস্ততা দেখা যায় তুঙ্গে। প্রত্যেকবছরের মতো স্বাভাবিক রয়েছে জিনিসের দাম জানান বিক্রেতারা।অপরদিকে মুসলিম সম্প্রদায়ের মানুষদের ঈদ হচ্ছে এক অন্যতম বড়ো পরব। বিগত প্রায় ১মাস রমজান মাস চলার পর আসে এই ঈদ।

এই এক মাস উপবাসের সাথে কাটিয়ে ঈদের দিন শেষ হয় তাদের রমজান মাস। তাই এদিন তারা নিজেদের মধ্যে কোলাকোলি করে নামাজ পরে এক ইফতার পার্টির আয়োজন করেন এবং ঈদ পালন করেন। এবার সেই ঈদই রয়েছে আজ অর্থাৎ বৃহস্পতিবার। তাই বুধবার শিলিগুড়ির ঈদের বাজার ছিল চোখে পড়ার মতো। প্রত্যেকেই নিজেদের সাধ্যমতো এদিন ঈদের বাজার সারেন। সকাল থেকেই সফদর হাসমি চকে ঈদের বাজারে ভিড় থাকায় একটু সমস্যার সৃষ্টি হয় যানজটের। তবে সবমিলিয়ে বেশ ভালোই চলে ঈদের বাজার জানান ক্রেতার থেকে বিক্রেতারা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।