শিলিগুড়ির নিকটে বিধাননগর এলাকার সৈয়দাবাদ চা বাগানের সামনে শনিবার সকালে এক দূর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই পর্যটকের আহত হয়েছেন পাঁচজন। পুলিশ সূত্রে জানা গেছে নদীয়া থেকে পর্যটকদের নিয়ে ছোট গাড়িটি দার্জিলিং যাচ্ছিলো। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা মারলে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু ঘটে। স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগান এবং আহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় ও দূর্ঘটনা গ্রস্ত গাড়িটি সরিয়ে নিয়ে যায়। পুলিশ সূত্রে খবর মৃতদের নাম রানা চক্রবর্তী ও গনেশ সরকার, দুজনেই নদীয়া জেলার বাসিন্দা। পুলিশের অনুমান ঘন কুয়াশার জন্য দৃশ্যমানতা কম থাকার ফলে এই দূর্ঘটনা।
Siliguri: শিলিগুড়ির নিকটে পথ দুর্ঘটনায় মৃত্যু দুই পর্যটকের, আহত পাঁচ
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper