হুগলী জেলার দ্বিতীয় দিনের সফরে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি চন্ডীতলা থানার মশাটে। এখানে তিনি দলীয় কর্মীদের সাথে সাংগঠনিক বৈঠক ও আগামী পঞ্চায়েতের নির্বাচনকে সামনে রেখে রূপরেখা তৈরি করার প্রচেষ্টা করেন। মুল এখানে বিধানসভার নির্বাচনে দায়িত্বে থাকা দলীয় কার্যকর্তাদের নিয়ে বৈঠক করেন আগামী নির্বাচনের রণকৌশল নিয়ে। এই সময়ের বৈঠক (সকাল ১১টা থেকে দুপুর ১২টা) ১ ঘন্টার অধিক সময় ধরে চলে। এর পর তিনি পরবর্তী কর্মসূচির জন্য ডানকুনির উদ্যেশ্য রওনা দেন । সেখান গিয়ে ডানকুনি খেলার মাঠ সংলগ্ন এলাকায় একটি হলে বৈঠক করেন দলিও কর্মীদের ও বিজেপি আই টি সেল ইনচার্জদের নিয়ে আলোচনা করেন। প্রশঙ্গত বিজেপি সুত্র মারফত জানা যায় আগামী দিনে সংগঠনকে আরো শক্তিশালী করার লক্ষ্যে ও একাধিক পঞ্চায়েত নির্বাচনে জয়লাভ করতে বিভিন্ন রকম কর্মসূচি গ্রহন করতে হবে এমনটাই আ্বহবান জানান।
Smriti Irani: বাংলা সফরের দ্বিতীয় দিনে হুগলীর মশাটে সাংগঠনিক বৈঠক স্মৃতি ইরানির
রিপোর্ট : সুমিত পালিত , এই যুগ, হুগলী