প্রেম-থেকে বিবাহ, দাম্পত্য থেকে বিচ্ছেদ (Srabanti Chatterjee) শ্রাবন্তী চট্টোপাধ্যায় যেন টলিপাড়ার ওপেন সিক্রেট।তাকে টলিপাড়ার কন্ট্রোভার্সি কুইন বললে খুব একটা ভুল বলা হবে না। বিতর্ক যেন পিছু ছাড়ে না এই নায়িকাকে । শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
তৃতীয় বিয়ে ভাঙার জল্পনা শ্রাবন্তীর
টলিউডের অন্যতম চর্চিত নায়িকা । (Srabanti Chatterjee) অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনের জন্য সর্বদাই লাইমলাইটে রয়েছেন অভিনেত্রী। তৃতীয় বিয়ে ভাঙার জল্পনার মধ্যে তাকে নিয়ে নতুন করে কৌতূহল তৈরি হয়ে।
মামলা চলছে আদালতে
একদিকে স্বামী রোশন সিংয়ের সঙ্গে তৃতীয় বিয়ে ভাঙার মামলা চলছে আদালতে। সূত্র থেকে জানা যাচ্ছে, শিয়ালদহ আদালতে শ্রাবন্তীর স্বামী রোশন সিং রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটস-এ একটি মামলা দায়ের করেছেন।
শ্রাবন্তীর প্রেমের খবর ভাইরাল হতেই জোর চর্চা শুরু হয়েছে। কটাক্ষে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। নেটিজেনরা কটাক্ষ করে বলেছেন-আর কতবার মন দেবেন তিনি এভাবে।
শ্রাবন্তীর প্রেমের চর্চা
আরবানার বাসিন্দা অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে শ্রাবন্তীর প্রেমের চর্চা নতুন নয় (Srabanti Chatterjee)। রোশনের সঙ্গে বিচ্ছেদের পর তাকে নিয়ে দুবাই-মলদ্বীপ গিয়েছিলেন শ্রাবন্তী, তবে সেই ছবি প্রকাশ্যে আসেনি। তবে সেই সম্পর্কেও ভাঙন ধরেছে বলে জান যায় । তারপরই জিম ট্রেনারের সঙ্গে গুঞ্জন শোনা যাচ্ছে ।
পরিচালকের সঙ্গে প্রেম
এবার নাকি তার পরের ছবি ‘দেবী চৌধুরানী’র পরিচালকের সঙ্গে প্রেমের সূত্রপাত হয়েছে । (Srabanti Chatterjee)প্রায়শই নাকি কফি শপে বা অ্যাওয়ার্ড শো দেখা যাচ্ছে তাদের। তবে পরিচালকের ঘনিষ্ঠ সূত্র বলছে তাদের মধ্যে কাজ ছাড়া কোনও সম্পর্ক নেই।
এক ফিল্ম ফেস্টিভ্যালে দুজনে
শোনা যাচ্ছে, শুভ্রজিৎ মিশ্রের সঙ্গে শ্রাবন্তীর দারুণ বন্ধুত্ব গড়ে উঠেছে। (Srabanti Chatterjee) এক ফিল্ম ফেস্টিভ্যালে আমন্ত্রিত ছিলেন দুজনে। তারপর থেকে একাধিক ইভেন্টে নজর কেড়েছেন শুভ্রজিৎ ও শ্রাবন্তী।
জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন শ্রাবন্তী
অভিনেত্রীর ছবি ‘কাবেরী অন্তর্ধান’-এর প্রিমিয়ারে হাজির ছিলেন শুভ্রজিৎ মিত্র। উপস্থিত থাকার (Srabanti Chatterjee) জন্য পরিচালককে ধন্যবাদও জানিয়েছেন শ্রাবন্তী। তাই অনেকেই মনে করছেন, শুভ্রজিতের হাত ধরে জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন শ্রাবন্তী। তবে যেহেতু নায়িকার নাম শ্রাবন্তী তাই শেষ পর্যন্ত জল কোনদিকে গড়ায় সবার নজর সেইদিকেই থাকবে।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper