টলিউডের সুন্দরী নায়িকাদের মধ্যে বরাবরই প্রথম সারিতে থাকেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তার মিষ্টি হাসিতে মুগ্ধ লাখো লাখো দর্শক। অনেক পুরুষের কাছে তিনি স্বপ্নসুন্দরী। যখন ছবির দৃশ্যে পাহাড়ের কোলে পাতলা পোশাকে অভিনেত্রী নিজেকে মেলে ধরেন তখন স্বপ্নের রানী হিসেবে ধরা দেন তিনি।অথচ ছবি দেখাকালীন বিষয়টা যতটা সহজ মনে হয় ততটা সহজ কিন্তু নয়। গত 27 মে বক্সঅফিসে মুক্তি পেয়েছে বাংলার হরর থ্রিলার “ভয় পেও না”। সিনেমায় শ্রাবন্তী ভূ-স্বর্গ কাশ্মীরে শ্যুট করেছেন। রোম্যান্টিক গানের দৃশ্যে পাহাড়ের কোলে অভিনেতার সঙ্গে রোম্যান্সে মজতে দেখা গেছে তাকে।কিন্তু অভিনেত্রী জানিয়েছেন সেই গানের দৃশ্য শুট করার সময় কাশ্মীরে রীতিমতো বরফ ও তুষারপাত চলছিল। কিন্তু তার মধ্যে ফিনফিনে গোলাপি শাড়ি পড়ে শ্যুট করতে হয় নায়িকাকে। তাই পর্দায় বিষয়টি রোমান্টিক লাগলেও বাস্তবে কিন্তু তা একদম ছিলোনা। বরং নায়িকাদের যথেষ্ট পরিশ্রম করতে হয়। বাইরে থেকে বিষয়টি সহজ মনে হলেও আদপে ভীষণ কঠিন। এই প্রসঙ্গেই অভিনেত্রী ট্রোলারদের একহাত নিয়ে জানিয়েছেন এরপরেও যদি ব্যক্তিগত আক্রমণের শিকার হন অভিনেত্রীরা তাহলেও অভিনেত্রীদের জীবনে কিছুই যায় আসে না।