শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

Sridevi: শ্রীদেবীর শরীরের লোভেই কি সংসার-সন্তান ছেড়েছিলেন অর্জুনের বাবা ,নাকি লুকিয়ে আছে কোন অজানা রহস্য ?

সালটা ২০১৮, ২৪ ফেব্রুয়ারি। শ্রীদেবীর মৃত্যুর খবরে তোলপাড় হয়েছিল গোটা বিশ্ব।শ্রীদেবীর আকস্মিক মৃত্যুর পর কেটে গিয়েছে অনেকগুলি বছর। আজও তাকে ভুলতে পারেননি দর্শককূল। নায়িকা না থাকলেও পড়ে রয়েছে তার অমলিন স্মৃতি। বনি কাপুরের প্রথম স্ত্রী অর্থাৎ অর্জুন কাপুরের মা মোনা কাপুর যখন জানতে পেরেছিল তখন অনেকটাই দেরি হয়ে গেছিল,সেই আক্ষেপ বরাবরই তাড়িয়ে বেড়িয়েছিল বনি কাপুরের প্রথম স্ত্রী মোনা কাপুরকে। বনিই বা কেন নিজের স্ত্রীকে ছেড়ে শ্রীদেবীকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন, এই নিয়ে আজও বিস্তর জল্পনা রয়েছে।  এমনকী নিজের মায়ের জায়গায় অর্জুনও কোনওদিন বসাতে পারেননি শ্রীদেবীকে। বাবা বনি এবং মা  মোনার বিবাহবিচ্ছেদের পর  আজও নিজেকে সামলাতে পারেন না অর্জুন কাপুর। বলিউডের এত নায়ক থাকতে কেন শ্রীদেবী বনি কাপুর কে বেছে নিয়েছিলেন,তার পিছনে রয়েছে চমকপ্রদ কারণ, যা জানলে চমকে যাবেন।সূত্র থেকে জানা গেছে, শ্রীদেবী প্রথমে বনির প্রেমে পড়েন নি। কিন্তু নায়িকা কে  আকর্ষিত করতেই  তার কাছাকাছি যেতে চেয়েছিলেন বনি। আশ্চর্য বিষয় হল বনি কাপুরের স্ত্রী মোনা কাপুরের খুব ভাল বন্ধু ছিলেন শ্রী। আর সেই বন্ধুত্বের খাতিরে মাঝেমধ্যেই  বনির বাড়িতেও যাতায়াত ছিল শ্রীদেবীর।একটি সাক্ষাৎকারে বনি জানিয়েছিলেন, শ্রী-কে প্রথম ভালবাসার কথা বলা সময় ভীষণ রেগে গিয়েছিলেন অভিনেত্রী। প্রায় ৮ মাস কথা বলা বন্ধ করে দিয়েছিলেন। ১৯৯৩ সালে মুম্বই হামলার সময় শ্রী একটি হোটেলে ছিলেন। তখন অভিনেত্রীর মাকে বলে শ্রীকে বনির বাড়িতে পাঠানোর জন্য রাজি করান। রূপ কি রানি চোরো কা রাজা’ ছবির কাজের সময় ১ মাস বনির বাড়িতে ছিলেন শ্রী। সালটা ১৯৯৬। সেই সময় নাকি শ্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন । এই খবর শুনেই হতবাক হয়েছিলেন মোনা। মনের দিক থেকে ভেঙে পড়েছিলেন তিনি I এরপরে মোনা ও সন্তানদের ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বনি কাপুর এবং শ্রীদেবীর সঙ্গেই সংসার করতে শুরু করেছিলেন বলিউডের নামকরা এই প্রযোজক। তারপর থেকেই শ্রী-কে হোম-ব্রেকারও বলা হত। এমনকী মোনা-অর্জুন-অংশুলার সঙ্গে সম্পর্ক ছিন্ন করারও দায় উঠেছিল তার উপরেই। ১৯৯৬ সালে জাহ্নবী কাপুরের জন্ম হয়েছিল। তখনও মোনার সঙ্গে বিবাহবন্ধনে ছিলেন বনি।  বিতর্কিত পরিস্থিতিতেই ১৯৯৬ সালে তারা বিয়ে করেছিলেন। কিন্তু নিজেদের সম্পর্ক নিয়ে সবসময়েই নিরাপত্তাহীনতায় ভুগতেন শ্রী।২০১২ সালে মাল্টিপল অর্গান ফেলিওর হয়ে মারা যান বনি কাপুরের প্রথম স্ত্রী। তারপর আকস্মিক শ্রীদেবীর মৃত্যুর খবর চমকে দেয় বলিউড চলচ্চিত্র জগত কে I হোটেলের বাথটব থেকে উদ্ধার করা হয়েছিল শ্রী-কে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলেই ঘোষণা করেছিল এবং দুবাই সরকারও দুর্ঘটনাজনক মৃত্যু বলে আখ্যা দিয়েছিল। কিন্তু হাজারো ব্যাখা মিললে তার মৃত্যু নিয়ে জল্পনা আজও আমাদের করে রেখেছে কৌতুহলী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।