বুধবার জলপাইগুড়ির (Jalpaiguri) মালবাজার বিডিও অফিসে পশ্চিম বঙ্গ সরকারের কৃষিজ বিপনন দপ্তরের উদ্যোগে পশ্চিমবঙ্গ এগ্রিকালচার মার্কেটিং কর্পোরেশন লিমিটেডের অধীনে সুফল বাংলার স্থায়ী বিপননীর শুভ উদ্বোধন হল।উদ্বোধন করলেন পঃবঃ সরকারের বিপনন মন্ত্রী বেচারাম মান্না।মন্ত্রী ছাড়াও।
এদিন উপস্থিত ছিলেন জলপাইগুড়ি অতিরিক্ত জেলাশাসক অশ্বিনীকুমার রায়, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন, সহসভাপতি দুলাল দেবনাথ, এসডিপিও মাল রবিন থাপা, সরকারের এগ্রিকালচার মার্কেটিংএর প্রজেক্ট ডিরেক্টর গৌতম মুখার্জী সহ বিশিষ্ঠ জনেরা। পরে মন্ত্রী বলেন এই বিপননীর মাধ্যমে অনেক কর্মসংস্থান হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।
Jalpaiguri: সুফল বাংলার স্থায়ী কৃষিজ বিপননীর শুভ উদ্বোধন মালবাজারে
রিপোর্ট : দেবব্রত সেন , এই যুগ, জলপাইগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper