শাহরুখ খানের কন্যা সুহানা খানের ভক্তদের সংখ্যা দিন দিন বাড়ছে I তার হট লুকের ভক্ত অগণিত মানুষ। কিন্তু তাকে নিয়ে সমালোচনাও হচ্ছে আজকাল Iসুহানা খান এর কাছে ট্রোলিং কোনো নতুন ব্যাপার নয়। গত কয়েক বছর ধরে বিভিন্ন কারণে বারবার ট্রোলড হয়েছেন সুহানা। কখনও তাঁর গায়ের রঙের জন্য ট্রোলড হতে হয়েছে তাঁকে। কখনও বা ট্রোলড হয়েছেন পোশাকের জন্য। বাবা শাহরুখ খান সবসময়ই সুহানার পাশে দাঁড়িয়েছেন । কিন্তু বলিউডের বাদশাও ট্রোলড হয়েছেন। এবারেও তার ব্যতিক্রম হল না। আবারও ট্রোলড হলেন সুহানা। তাঁকে বলা হল, মালাইকার ছোট বোন।সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সুহানার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি কফিশপে গিয়েছেন সুহানা। তাঁর পরনে রয়েছে হট প্যান্ট, টি-শার্ট ও জ্যাকেট। যথেষ্ট ক্যাজুয়াল পোশাক পরলেও নেটিজেনদের কটাক্ষের সম্মুখীন হতে হচ্ছে সুহানাকে।তার উপর দেখা যায়, সুহানার দেহরক্ষী তাঁকে গাড়ির দরজা খুলে দিচ্ছেন। এরপরেই নেটিজেনদের মনে হয়, সুহানা অহঙ্কারী। শুরু হয় সমালোচনা Iতবে সুহানার এসবে কোনো ভ্রুখেপ নেই I তিনি আছেন নিজের মেজাজে ।