২০২১ এর বিধানসভা (BJP) নির্বাচনের পর তৃণমূলের কর্মীর দ্বারা আক্রান্ত হন বিজেপির বুথ সভাপতি গোপাল ঘোষ ।আজ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার আক্রান্ত সেই বুথ সভাপতি সাথে দেখা করেন। এবং পরিবারের খোঁজ খবর নেন (BJP) ।
আর্থিক সহায়তা প্রদান এর পাশাপাশি চিকিৎসার আশ্বাস
উল্লেখ্য 21 এর নির্বাচনের পর আক্রান্ত হওয়া গোপালবাবু নানান রকম দুশ্চিন্তাগ্রস্ত হন । অত:পর তার শরীরের এক পাশের অংশ প্যারালাইসিস হয়ে যায় । এমত অবস্থায় রাজ্য বিজেপি সভাপতি সেই পরিবারের সাথে দেখা করলেন এবং আর্থিক সহায়তা প্রদান করলেন। পাশাপাশি চিকিৎসার আশ্বাস দেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হিলি মন্ডলের সভাপতির রবীন্দ্রনাথ মাহাতো ।জেলা সহ-সভাপতি জয়ন্ত প্রামাণিক। জেলা সম্পাদক বাপি সরকার ।সহ অন্যান্য কর্মীবৃন্দ । এ বিষয়ে সুকান্ত মজুমদারের কাছ থেকে প্রতিক্রিয়া চাইলে তিনি জানান।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper