আজকে হাওড়ার শিয়ালডাঙ্গা এলাকার ইচ্ছাপুরে দলীয় কর্মসূচিতে এসে এভাবেই রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।তিনি বলেন রাজ্যে কয়লা ও অন্যান্য দুর্নীতিতে অভিযুক্তরা যাতে কেন্দ্রীয় সংস্থা ইডি ও সিবিআইয়ের হাতে ধরা না পরে তাই রাজ্য সরকারের সিআইডি দিয়ে তদন্ত শুরু করেছে। সকলে যদি কেন্দ্রীয় সংস্থার হাতে গ্রেফতার হয় তাহলে তো সরকার কে চালাবে বলেই প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি তিনি আরও বলেন অভিযুক্তদের ইডি সিবিআই নির্দিষ্ট প্রোটোকল অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। তবে বাতানকুল গাড়িতে কেন তাঁদের নিয়ে যাওয়া হচ্ছে এই প্রসঙ্গে তিনি বলেন তা আদালতের বিচারাধীন। তাঁরাই এটা দেখবেন। যদিও তিনি আজকে মুখ্যমন্ত্রীর মিমিক্রি করার অপরাধে গ্রেফতারের ঘটনার নিন্দা করে বলেন এটা বাক স্বাধীনতার উপরে হস্তক্ষেপ। পাশাপাশি তিনি দাবি করেন তার নামেও শাসক দলের নেতারা সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু দেন। আর মুখ্যমন্ত্রী নিজেও প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে হোঁদল কুতকুত সহ বিভিন্ন ভাষায় অপমান করেছিলেন। তাহলে তাকেও গ্রেফতার করা উচিৎ। এই রাজ্যে গণতন্ত্র অবশিষ্ট নেই বলেই দাবি করেন তিনি।পাশাপাশি আজকে যোগ্য চাকরি প্রার্থীদের দাবীকে পূর্ণ সমর্থন জানিয়ে বলেন সকলে যখন মাতৃ বন্দনাতে মেতে উঠতে চলেছে সেখানে চাকরি প্রার্থীরা তাঁদের সন্তান-সন্ততিদের বাড়িতে ফেলে রেখে ধর্নায় বসে আছেন। এটা খুবই দৃষ্টিকটু বলেই মন্তব্য করেন সুকান্ত। এছাড়াও মদন মিত্রকে জোকার বলে দাবি করে সুকান্ত বলেন মন্ত্রিত্ব না পেয়ে তার মাথা খারাপ হয়ে গেছে। কখনও সুইমিং পুলে প্যান্ট খুলে স্নান করছে, কখনও নাতির জন্মদিনে মদের ফোয়ারা ছোটাচ্ছে। এদের মতো অর্ধ শিক্ষিত ও অশিক্ষিত লোকেদের দলে এনে তৃণমূল রাজ্যের রাজনীতিকে কলুষিত করে ফেলেছে বলেই দাবি বিজেপি নেতা সুকান্তর।প্রসঙ্গত আজকে কলকাতা উচ্চ আদালত কয়লা পাচার কাণ্ডে সিআইডি তদন্ত বন্ধ করার নির্দেশ দেয়।
Sukanta majumdar: হাওড়ায় পুজোর উদ্বোধনে এসে রাজ্য সরকারকে কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper