সানি লিওন নামটা শুনলেই চোখের সামনে অনেক রঙিন বিষয় ভেসে ওঠে। কিন্তু লাস্যময়ীর এমন একটা দিক প্রকাশ্যে উঠে এসেছে যা শুনলে সকলেই অবাক হবেন। বরাবরই নেটদুনিয়ায় অ্যাক্টিভ অভিনেত্রী সানি লিওন। সম্প্রতি সানির একটি সাক্ষাৎকার ভাইরাল হয়েছে। যা শুনেই চোখ কপালে উঠেছে নেটিজেনদের। পর্ন ছবির লাস্যময়ী সানি লিওনের বলিউডে আত্মপ্রকাশ ২০১২ সালে ‘জিসম ২’ ছবির মাধ্যমে। সলমন খানের বিগ বসের দৌলতে পরিচিতির শিখরে পৌছেছিলেন সানি লিওন। সেই পর্ন তারকাই আজ বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। একের পর এক ছবি দিয়েই নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন সানি লিওন ।একটি সাক্ষাৎকারে সানি জানিয়েছিলেন, লাস ভেগাসে এক বান্ধবীর সঙ্গে থাকতেন সানি। সেখানেই এক রোস্তোরাঁয় তার বর্তমান স্বামী ড্যানিয়েলের সঙ্গে প্রথম দেখা হয়েছিল সানির।তারপরই সানিকে নিজের মনের কথা জানান ড্যানিয়েল। কিন্তু ড্যানিয়েলের ভালবাসার কথা শুনেও সানি রাজি হননি। তার দিক থেকে কোনওরকম সাড়াও মেলেনি।
যদিও সেই সময়টাতে মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন সানি। একদিকে মায়ের মৃত্যু অন্যদিকে সম্পর্ক বিচ্ছেদ তাকে বিধ্বস্ত করে দিয়েছিলো। অবশেষ সমস্ত কিছু থেকে বেরিয়ে একদিন ড্যানিয়েলের সঙ্গে ডেটে যান সানি। তারপর থেকে ভাললাগার শুরু। ২০১১ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন দুজনে।পর্নস্টার তকমা ঝেড়ে ফেলে বলিউডে নিজের জায়গা পোক্ত করতে সানিকে অনেক পরিশ্রমই করতে হয়েছে । কিন্তু কোনওভাবেই যেন সেই তকমা ছেড়ে বেরোতে পারছেন না সানি। রিল লাইফে যতটাই সাহসী অবতারে নজর কেড়েছেন তিনি রিয়েল লাইফে ততটাই নরম মনের মানুষ সানি। বর্তমানে স্বামী ড্যানিয়েল তার জীবনে অনেকটা জুড়ে রয়েছে I আর রয়েছে তার সন্তানেরা I আজ অভিনেত্রীর জন্মদিন । তার জীবনের ভালোবাসার মানুষদের শুভেচ্ছা আর স্নেহের জন্য তিনি যে পরিপূর্ণ অবস্থানে পৌঁছেছেন সেটা আর বলার অপেক্ষা রাখে না I এই যুগে এর তরফ থেকে অভিনেত্রী কে জন্মদিনের শুভেচ্ছা I
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper