একেই বোধহয় বলে বিশ্ব সুন্দরীর চমক । বয়স এখন তাঁর ৪৬, কিন্তু দেখে বোঝার উপায় নেই, এখনও যেন সদ্য যৌবনে পা দিয়েছেন বিশ্ব সুন্দরী। মুখের কোথাও একটু বলীরেখার চিহ্ন মাত্র নেই, শরীরে কোথাও এতটুকু চর্বির প্রাবল্য নেই, এই বয়সেও মুখের তারুণ্য ও মেদবিহীন ছিপ-ছিপে তন্বী শরীর যে কারুর জন্য ঈর্ষণীয় হয়ে উঠতে পারে। কিন্তু জানেন কি এই বঙ্গ-ললনা সুস্মিতা সেনের তারুণ্যের নেপথ্যের কারণটি কি? তবে দেরি না করে চলুন জেনে নি। সম্প্রতি ললিত মোদির সঙ্গে নায়িকার সম্পর্কের খবর প্রকাশ হতেই রীতিমত হৈচৈ শুরু হয়ে গেছে চারপাশে। ইন্টারনেটে এখন ভাইরাল তাঁদের দুজনের অন্তরঙ্গ ছবিগুলি। একটি ছবিতে ললিত ও সুস্মিতাকে ঘনিষ্ঠভাবে পোজ দিতে দেখা যাচ্ছে যার ক্যাপশনে ললিত সুস্মিতাকে নিজের ‘বেটার-হাফ’ বলে উল্লেখ করেছেন। আর একটি ছবিতে দেখা গেছে সুস্মিতা সেনের হাতে আংটি, সে নিয়ে জোর জল্পনা শুরু হয় যে তবে কি তাঁরা বিয়ে করতে চলেছেন?যদিও এর আগেও সুস্মিতা সেন বহু সম্পর্কে জড়িয়েছেন। কিন্তু বিয়ে করেননি অভিনেত্রী। কাউকে তোয়াক্কা না করে কন্যাসন্তানের দত্তক নিয়ে নিজেকে সিঙ্গল মাদারের পরিচয় দিয়েছেন । তবে সোশ্যাল মিডিয়ায় ললিতের দেওয়া ইঙ্গিত যদি সত্যি হয় তাহলে সত্যি সত্যি এবার বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন সুস্মিতা। সকলেই জানতে আগ্রহীকিভাবে এই বয়সেও এত তারুণ্য , গ্ল্যামার সুস্মিতার কিভাবে এত সুন্দর তিনি? এর একটিই উত্তর, শরীরচর্চা । অভিনেত্রী শরীরচর্চার বিষয়ে সব সময়েই উৎসাহী এবং সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুগামীদেরও শরীরচর্চায় উৎসাহ দিয়ে থাকেন। তাঁর সোশ্যালমিডিয়া পেজে গেলেই দেখতে পাওয়া যায় ফিটনেসের অসংখ্য ভিডিও। প্রায় সময়ই অভিনেত্রীকে ওয়ার্কআউট, যোগা ও মেডিটেশন করতে দেখা যায়। একদিনও তিনি ওয়ার্কআউট মিস করেননা। জিমে ঘন্টার পর ঘন্টা কাটাতে পারেন অভিনেত্রী।
এখানেই সুস্মিতা সেন অন্যদের থেকে আলাদা।