প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন তার সেন্সেশনাল সৌন্দর্যের জন্য বিখ্যাত I এই নায়িকার হট অ্যান্ড বোল্ড অবতার দেখেই হতবাক হয়ে যায় তার অনুগামীরা I যতো বয়স বাড়ছে অভিনেত্রীর সৌন্দর্য যেন আরো উন্মোচিত হচ্ছে I ৪৬ বছরের এই নায়িকা, মলদ্বীপে গিয়ে যেন নিজেকে মুক্ত বিহঙ্গে মতো মেলে ধরেছেন। এই বয়সেও যেমন তাঁর শারীরিক দৃষ্টিভঙ্গি তেমনি তাঁর স্টাইল স্টেটমেন্ট।সম্প্রতি পরিবারের সঙ্গে মলদ্বীপে ছুটি উপভোগ করছেন, প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। পুলের পাশে পোজ দিয়ে বিকিনি পরে সুস্মিতা। নেটমাধ্যমে আরও একটি ছবি শেয়ার করেছেন তিনি যা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক সারা ফেলেছে Iনির্জন দ্বীপে যত দূর চোখ যাচ্ছে শুধু নীল জলরাশি, হোটেলে রুমে সংলগ্ন ব্যক্তিগত সুইমিং পুলের জলে গা ভাসিয়ে সুস্মিতা সেন। নায়িকার নেটমাধ্যমের পাতায়। ভিডিয়ো শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘আমি তোমাকে জানতে চাই… তুমি আমার জীবনের ভালোবাসা’।সুস্মিতাকে শেষ দেখা গিয়েছিল, ওয়েবসিরিজ ‘আর্য’ সিজন 2 তে। কিন্তু বর্তমানে নায়িকা ব্যাস্ত জলকেলিতে।