শনিবার , সেপ্টেম্বর 21 2024
Breaking News

Suvendu Adhikari: ডিএ নিয়ে আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে কর্মচারী পরিষদ : শুভেন্দু অধিকারী

রিপোর্ট : নিজস্ব প্রতিনিধি, এই যুগ, কলকাতা

Suvendu Adhikari: ডিএ নিয়ে আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে কর্মচারী পরিষদ : শুভেন্দু অধিকারী Suvendu Adhikari bjp west bengal india eiyugডিএ-র দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের যৌথ মঞ্চের বিধানসভা অভিযান ঘিরে বুধবার ধুন্ধুমার কান্ড ঘটেছিল । আন্দোলনকারীদের ঘুষি মারার অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে। শুক্রবার বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি বলেন, ডিএ আমরা মনে করি হকের অধিকার। বিজেপি শাসিত রাজ্যে কর্মচারীদের ডিএ থেকে বঞ্চিত করে পশ্চিমবঙ্গে ডিএ-র দাবি বিজেপি করে না। তবে ডিএ নিয়ে আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে রাজ্য সরকারি কর্মচারী পরিষদ। শুভেন্দুর কথায়, ডিএ নিয়ে বামপন্থী যারা লড়াই করছেন তাদের সঙ্গে প্রতিযোগিতায় যেতে চাই না। তবে সুপ্রিম কোর্টের এস এল পি-র বিরুদ্ধে ওদের কোনও ভূমিকা নেই। মিডিয়া কিংবা রাস্তাতে ওরা বাজার গরম করতে চাইছেন। কিন্তু কাজের কাজ করছে কর্মচারী পরিষদ। তবে ডিএ নিয়ে আন্দোলনকারীদের ওপর আক্রমনের এদিন তীব্র নিন্দা করলেন রাজ্যের বিরোধী দলনেতা। শুভেন্দু বলেন, যে দলের ওপরই আক্রমন হোক না কেন, তা আমরা সমর্থন করি না।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।