অপহরণ করে দুই কিশোরকে খুনের ঘটনায় বাগুইআটি থানায় এফআইআর করতে গেলে পরিবারের কাছে তিন লক্ষ টাকা চাওয়া হয়েছিল। বুধবার দুপুরে বাগুইআটি থানার সামনে বিজেপির মহিলা মোর্চার বিক্ষোভে সামিল হয়ে এমনই বিস্ফোরক দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর দাবি, গরিব পরিবার মাত্র ২০ হাজার টাকা দিতে পেরেছে। তারপর পুলিশ এফআইআর রেজিস্টার করেছে। পুলিশের টাকা চাওয়া প্রসঙ্গে শুভেন্দুর সাফাই, আসল কথা ২৫ লক্ষ টাকা দিয়ে পোস্টিং নিলে আড়াই কোটি টাকা তুলে নিয়ে পালাতে হবে। প্রসঙ্গত, বাগুইআটির ঘটনায় সিআইডি তদন্তের দাবি করেছেন ফিরহাদ হাকিম। এ প্রসঙ্গে শুভেন্দু বলেন, পানিহাটির খুন হয়ে যাওয়া তৃণমূল কাউন্সিলরের সহধর্মিণী বলছেন, সিআইডি স্বামীর খুনিদের জামিন করে দিল। যদিও কর্তব্যে গাফিলতির অভিযোগে থানার আইসি কল্লোল ঘোষকে সাসপেন্ড করা হয়েছে।
Suvendu Adhikari: এফআইআর নিতে পুলিশ তিন লক্ষ টাকা চেয়েছিল, বাগুইআটি কাণ্ডে বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর