“আমি আর দিলীপ ঘোষ তৃণমূলের বাপের জায়গাতে চলে গেছি” আজকে তৃণমূলের দিলীপ শুভেন্দুর নাম করে তর্পনের প্রতিক্রিয়াতে তোপ শুভেন্দুর।আজকে হাওড়ার ডোমজুড় এলাকায় ধর্মীয় কর্মসূচিতে অংশ গ্রহণ করতে এসে এভাবেই শাসকদলকে তোপ দাগেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন পিতৃ পক্ষে পরিবারের পিতা ও মাতার নাম তর্পন করা হয় ও এরপরে দেবী পক্ষের সূচনা হয়। আর তৃণমূলের লোকেরা তার ও দিলীপ ঘোষের নাম তর্পন করছেন তার মানে তাঁরা এখন তৃণমূলের বাপের স্থানে পৌঁছে গেছেন। এটা ভালো ব্যাপার বলেও কটাক্ষ করেন শুভেন্দু। পাশাপাশি তিনি দাবি করেন এই পঞ্চায়েত নির্বাচনে যদি কোথাও মনোনয়ন দিতে শাসক দল আটকায়। সেখানে তিনি নিজে উপস্থিত হয়ে মনোনয়ন পত্র জমা করাবেন। তিনি এই সূত্রে শাস্ত্র বাক্য মনে করিয়ে বলেন “যস্মিন দেশে যদাচার”। এছাড়াও আজকে তিনি হুঁশিয়ারী দিয়ে বলেন হিন্দু বুথে বিজেপি জিতবে আর সংখ্যালঘু বুথে যেই জিতুক না কেন সংখ্যালঘুরা তৃণমূলকে ভোট দেবে না। এদের শুধু ব্যবহার করেছে শাসক দল। মানুষ এখন চায় ‘ঘুষ মুক্ত মেধা যুক্ত কর্মসংস্থান”। মানুষ দুর্নীতির আর চুরি এবারে সবচেয়ে বড় ইস্যু। আজকে মুখ্যমন্ত্রীকে দিদিমনি সম্বোধন করাতে তিনি বলেন ওনার বয়স অনুযায়ী উনি পিসিমনি দিদিমনি নন। তিনি কেষ্ট মন্ডলকে বীর আখ্যা দিয়ে বিধানসভাতে ইডি, সিবিআইয়ের বিরুদ্ধে প্রস্তাব এনেছেন। আবার ৮ সেপ্টেম্বরের সভা থেকে তিনি ঘোষণা করেছিলেন তৃণমূলে ৯৯.৯৯% সৎ। যদিও প্রতিদিন প্রত্যন্ত গ্রাম থেকে উচ্চ স্তর অব্ধি যেভাবে দুর্নীতির খবর প্রকাশ্যে আসছে তাতে প্রমাণিত হয়ে গেছে তৃণমূল কংগ্রেস একটি অসৎ দল যার ২৫% চোর আর ৭৫% ডাকাত।
Suvendu Adhikari: ডোমজুড়ে ধর্মীয় কর্মসূচিতে এসে তর্পণ বিষয়ে তৃণমূলকে কটাক্ষ শুভেন্দু অধিকারীর
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper