“রাজ্য সরকারের মধ্যে থাকা ৮০ শতাংশ লোক তাকে সাহায্য করছে। ওনারা বলছেন, আপনি পিসি-ভাইপোকে তাড়ান।” শনিবার এমনটাই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে শনিবার রামনগরে প্রতিবাদী মিছিল করলো বিজেপি। এদিন মিছিল থেকে মন্ত্রী অখিল গিরির গ্রেপ্তারি এবং তাকে মন্ত্রীত্ব থেকে বরখাস্তের দাবি তোলা হয়। মিছিল শেষে সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি আগাগোড়াই তৃণমূলকে নিশানা করেন। শুভেন্দু বলেন, অপা সিন্ডিকেট ধরা পরেই গেল। পার্থ চ্যাটার্জি তো জেলেই চলে গেল। কেষ্ট মন্ডল এবার তিহারের পথে। এদিন শুভেন্দু দাবি করলেন, ভাইপোর কয়লা দুর্নীতি সামনে এসে পড়ল। এবার ছবি কেনাটাও সামনে আসবে।
Suvendu Adhikari: সরকারের ৮০ শতাংশ লোক তাকে সাহায্য করছে দাবি শুভেন্দুর
রিপোর্ট : নিজস্ব প্রতিনিধি , এই যুগ, পূর্ব মেদিনীপুর
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper