Breaking News

Suvendu Adhikari: ভেটুরিয়া সমবায় নির্বাচনে আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে গিয়ে রাজ্যের শাসকদল কে কটাক্ষ শুভেন্দু অধিকারীর

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, পূর্ব মেদিনীপুর

Suvendu Adhikari: ভেটুরিয়া সমবায় নির্বাচনে আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে গিয়ে রাজ্যের শাসকদল কে কটাক্ষ শুভেন্দু অধিকারীরনন্দীগ্রামের ভেটুরিয়া সমবায় নির্বাচনে আক্রান্ত কর্মীদের তমলুকের বেসরকারী নাসিং হোমে দেখতে গিয়ে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর । শুভেন্দু অধিকারীর অভিযোগ সমবায় নির্বাচনে তৃণমূল এর শান্তি বাহিনীর হাতে বিজেপি কর্মীদের আক্রান্ত হতে হয়েছে । এছাড়াও এদিন রাজ্যের ভুয়ো শিক্ষক নিয়োগ নিয়ে তিনি কটাক্ষ করেন রাজ্যের শাসক দলকে । তিনি এদিন রাজ্যের শাসকদলের একাধিক নেতার নাম করে অভিযোগ করেন , তাদের বাড়ির লোক অথবা তারা বহু লোক কে টাকার বিনিময়ে চাকরি দিয়েছে । এর পাশাপাশি এদিন তিনি বলেন যাদের চাকরি গেছে ,তাদের সবাই কে একসঙ্গে নিয়ে যাবো টাকা আদায় করতে ।এদিন চাকরি হারানো দের নিয়ে যেভাবে বিরোধী দলনেতা তাদের পাশে থেকে টাকা আদায় করে দেবার কথা বলছেন , এতে বেশ অস্বস্তিতে শাসকদল বলেই মনে করছে রাজনৈতিক মহল ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।