বিকিনি পরে সুইমিংপুলে ঝড় তুললেন স্বস্তিকা দত্ত। বিকিনির হটনেসে চোখ আটকে গেলো ভক্তদের। টপ নট করে হট পোজে ভক্তদের ঘুম কেড়ে নিলেন স্বস্তিকা দত্ত। ছবি দেখে কেউ বললেন হায় গরমি, আবার কেউ আগুনের ইমোজি দিয়ে ভরিয়ে দিয়েছেন। গা গরম করা ছবি পোস্ট করে রাতারাতি শিরোনামে উঠে এসেছেন মেগা ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত। একের পর এক শরীরী উত্তেজনাপূর্ণ ছবি দিয়ে তিনি যেন নেটপাড়ার রাতের ঘুম কেড়ে নিয়েছেন। মেগা ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দও ওরফে রাধিকা নামেই এতদিন পরিচিতি ছিলো তার। কিন্তু রাধিকার ভোলবদলে কুপাকাত সাইবারবাসী। যদিও এই প্রথমবার নয়, এর আগেও পোশাকের ভেতর দিয়ে ব্রা দেখিয়ে শিরোনামে উঠে এসেছিলেন স্বস্তিকা দত্ত। পাশের বাড়ির মেয়ের ইমেজ ঝেড়ে নিজেকে অন্যভাবে মেলে ধরছেন স্বস্তিকা । ‘কী করে বলব তোমায়’ ধারাবাহিকের নায়িকা স্বস্তিকা দত্ত যেন বর্তমানে নেটদুনিয়ার হট সেনসেশন । টলি অভিনেতা স্বস্তিকার দত্তর শরীরী হিল্লোলে কাঁপছে নেটপাড়া।অভিনেত্রীর ইনস্টাগ্রামে ঢু মারলেই উষ্ণ ছবিতে রাতের ঘুম উড়ে যায় ভক্তদের। সোশ্যাল মিডিয়া প্রচন্ড অ্যাক্টিভ নায়িকার হটনেসে গোটা টলিপাড়া যেন কাঁপছে। রাখঢাক, লুকোছাপা এসব এখন অতীত। শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বেশ চুটিয়ে প্রেম করছেন টলি অভিনেত্রী স্বস্তিকা দত্ত। দুজনেই বেজায় ব্যস্ত। তবে কাজের ফাঁকে সময় বের করে ঠিক কোয়ালিটি টাইম কাটাতে কখনও তাজপুরের সমুদ্র তো কখন বালি ব্রিজ-কেই খুঁজে নেন টলিপাড়ার হট কাপলস।সম্প্রতি ইনস্টাগ্রামে ভ্যাকেশনের ছবি পোস্ট করেছেন স্বস্তিকা দত্ত। ভেজা শরীরের ছবি পোস্ট করে রাতারাতি লাইমলাইটে চলে এসেছেন এই টলি নায়িকা। আপতত ভ্যাকেশন মুডে রয়েছে নায়িকা। লাইট-ক্যামেরা-অ্যাকশন ছেড়ে দূরে গিয়ে ছুটি কাটাচ্ছেন তিনি। সেখান থেকে ছবি পোস্ট করে মুহূর্তে নেটপাড়ার উত্তাপ বাড়িয়েছেন অভিনেত্রী। খোলা পিঠে চুঁইয়ে পড়ছে উষ্ণতা। পিঠের ট্যাটুতে চোখ আটকে রয়েছে ভক্তদের। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ছবি। বর্তমানে নেটদুনিয়া স্বস্তিকা দত্তর পোস্ট ঘিরে বেসামাল I
Tags Swastika Dutta
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper