শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

Tanuja Chakraborty: আক্রান্ত চাকরি প্রার্থী অনুরিমা পালের বাড়িতে বিজেপি নেত্রী তনুজা চক্রবর্তী

রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর

Tanuja Chakraborty: আক্রান্ত চাকরি প্রার্থী অনুরিমা পালের বাড়িতে বিজেপি নেত্রী তনুজা চক্রবর্তী শুক্রবার সকালে আক্রান্ত চাকরিপ্রার্থী অরুনিমা পালের বাড়িতে গেলেন বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী তনুজা চক্রবর্তী। অরুনিমার সঙ্গে কথা বলে তিনি সমস্ত রকমের সহায়তার আশ্বাস দিলেন। তনুজা চক্রবর্তী বলেন, বিজেপির লিগ্যাল ও মেডিকেল সেল ওনার পাশে আছে। তাছাড়া চাকুরির দাবিতে আন্দোলনকারীদের পাশে তারা আছেন। অরুণিমা পালের হাতে কামড়ে দেওয়া পুলিশ কর্মী ইভা থাপাকে কেন সাসপেন্ড করা হচ্ছে না, তা নিয়েও এদিন প্রশ্ন তুললেন বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী। অপরদিকে আক্রান্ত অরুনিমা পাল বললেন, তাদের হকের চাকরিতে আন্দোলনরত সকলকেই নিয়োগ করা হোক। সাংসদ সৌগত রায়ের প্রতিক্রিয়া, ছোট্ট একটি ঘটনায় পুলিশ কলঙ্কিত হল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।