তারা সুতারিয়া বলিউডের অন্যতম আলোচিত নায়িকাদের অন্যতম। ইতিমধ্যেই সকলের নজর কেড়েছেন নিজের অভিনয় ও হটনেসের জন্য। তিনি কিন্তু শুধুমাত্র একজন অভিনেত্রী নন, একজন মাল্টি ট্যালেন্টেড পার্সোনালালিটি। অভিনয়ের পাশাপাশি তিনি একজন প্রশিক্ষিত গায়িকা, এবং ব্যালেট ডান্সারও। তাছাড়াও তিনি যত দিন যাচ্ছে একজন ফ্যাশন আইকনে পরিণত হচ্ছেন। অনেকের কাছেই অনুপ্রেরণা হয়ে উঠেছেন তার পোশাকের কারণে।তারা সুতারিয়া ২০১৯ সালে করণ জোহরের স্টুডেন্ট অফ দ্য ইয়ার -২ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটান I তার সাথে টাইগার শ্রফে এবং অনন্যা পান্ডেও ওই ছবিতে অভিনয় করেছেন। সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে ‘মারজাওয়া’ ছবিতে অভিনয় করেছেন, ২০১৯ এ মুক্তি পেয়েছিল এই ছবি। এরপর মিলন লুথরার ‘তরপ’ ছবিতে সুনীল শেট্টির পুত্র অহন শেট্টির বিপরীতে অভিনয় করেছেন। তারপর হিরোপন্তী ২ ছবিতে টাইগার শ্রফের বিপরীতে নায়িকা রূপে অভিনয় করেছেন I এটি এপ্রিলে রিলিজ করেছিল।শোনা যাচ্ছে এই নায়িকা নারীকেন্দ্রিক ছবি ‘অপূর্ব’-তে অভিনয় করবেন। যার নির্দেশনা দিয়েছেন নিখিল নাগেশ ভাট Iতিনি যে আগামী দিনের একজন স্টার হয়ে উঠছেন সে বিষয়ে কোন সন্দেহ নেই I