শনিবার , সেপ্টেম্বর 21 2024
Breaking News

Abhishek banerjee: তিস্তার এপার ওপার যোগ করে দিলেন অভিষেক বন্দোপাধ্যায়

রিপোর্ট : দেবব্রত সেন , এই যুগ, জলপাইগুড়ি

Abhishek banerjee: তিস্তার এপার ওপার যোগ করে দিলেন অভিষেক বন্দোপাধ্যায়শনিবার তৃনমূল নবজোয়ারে, জনসংযোগ যাত্রার পঞ্চম দিনে তিস্তার (Abhishek banerjee) এপার ওপার যোগ করে দিলে তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় সাধারণ মানুষ ও (Abhishek banerjee) দলীয় কর্মীদের মধ্যে।’হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না “, আরও একটু ভালো করে বললে “তোমায় হৃদয় মাঝে রাখিব, (Abhishek banerjee) যেতে দেব না, ঠিক তেমনটাই লক্ষ্য করা গেল তৃনমূলের সুদর্শন চেহারার সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় কে ঘিরে, আট থেকে আশি মা বোন সকলের তিস্তাপাড়ের মাটিতে। কার্যত গ্রাম – শহর এক করে দিলেন। Abhishek banerjee: তিস্তার এপার ওপার যোগ করে দিলেন অভিষেক বন্দোপাধ্যায়যেন নয়নের মনি।জনসংযোগ যাত্রা তৃনমূল নবজোয়ারে প্রথমে চেকেন্দা ভান্ডারি ও পরে জেলার বিখ্যাত জটিলেশ্বর মন্দির পরিদর্শন ও পূজো প্রার্থনা সারেন অভিষেক বাবু।

পরে সম্মান জ্ঞাপন করেন সম্প্রতি পদ্মশ্রী পায়া মঙ্গলাকান্ত রায় মহাশয়কে।Abhishek banerjee: তিস্তার এপার ওপার যোগ করে দিলেন অভিষেক বন্দোপাধ্যায়ময়নাগুড়ির ভোটপট্টী এলাকায় হসপিটালে গ্রাউন্ডে জনসভা করেন। কেন্দ্রীয় বঞ্চনা কথা তুলে ধরে পঞ্চায়েত শক্তিশালী করার কথা বলেন। ময়নাগুড়িতে নিহত টিএমসি কর্মীর মায়ের সঙ্গে দেখা করেন। ময়নাগুড়িতে কর্মীর বাড়ি দুপুরে খাবার সারেন।

দোহমনিতে বিরাট উচ্ছ্বাসের ঢল নেমে সাধারণ মানুষের, হাত নেড়ে মন জয়ের চেষ্টা করে অভিষেক বন্দোপাধ্যায় । বলেন এত ভালোবাসা জলপাইগুড়ি মানুষের আমি স্নেহধন্য, এতটাই আপ্লুত যে আমার কথা বলার ভাষা নেই।তৃনমূল নবজোয়ারে জনসংযোগ যাত্রা, জলপাইগুড়ি শহরের কৃতীদের সাথে সাক্ষাৎ করেন। পরে জলপাইগুড়ি শহর লাগোয়া রাজগঞ্জের পাহাড়পুরে একটি মাঠে জনসভা করেন। মা বোনেরা উলুধ্বনি নিয়ে অভিষেককে স্বাগতম জানান।পরে রাজগঞ্জের শ্রী সংঘক্লাব মাঠে জনসভায় বক্তব্য রাখেন তৃণমূল সাধারণ সম্পাদক। জনসভাগুলিতে কেন্দ্রীয় বঞ্চনার কথা যেমন তুলেছেন, তেমনি আগামীতে “নবজোয়ারে তৃনমূলে “মানুষের পঞ্চায়েত” গঠনের কথা বলেন অভিষেক বন্দোপাধ্যায়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।