চিটফান্ড কেলেঙ্কারিতে সিবিআইয়ের জালে হালিশহর পুরসভার পুরপ্রধান রাজু সাহানি। সিবিআই তার বাড়ি ও রিসোর্ট থেকে ৮০ লক্ষ টাকা উদ্ধার করেছে। এর প্রতিবাদ জানিয়ে শনিবার সকালে বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার যুব মোর্চার পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল। হালিশহর রামপ্রসাদ ঘাট থেকে মিছিলবকরে হালিশহর পুরসভার সামনে গিয়ে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী-সমর্থকরা।
এদিনের বিক্ষোভ কর্মসূচিতে হাজির ছিলেন রাজ্য সম্পাদিকা ফাল্গুনী পাত্র ও জেলা পর্যবেক্ষক প্রবাল রাহা, জেলার সাধারণ সম্পাদক ও অফিস সম্পাদক যথাক্রমে আবিষ্কার ভট্টাচার্য ও প্রণব মন্ডল। এছাড়া জেলার যুব মোর্চার সভাপতি ও মহিলা মোর্চার সভানেত্রী যথাক্রমে বিমলেশ তেওয়ারি ও পিয়ালী দুবে হাজির ছিলেন। এদিকে বিক্ষোভ চলাকালীন বিক্ষোভকারীরা জোর করে পুরসভায় ঢোকার চেষ্টা করে। কিন্তু রাফ-সহ বিশাল পুলিশ বাহিনী তাদের প্রতিহত করলে দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি বেধে যায়। এদিনের বিক্ষোভ কর্মসূচি নিয়ে রাজ্য সম্পাদিকা ফাল্গুনী পাত্রের প্রতিক্রিয়া, গোটা বাংলা জুড়ে প্রতিটি পুরসভা ও পঞ্চায়েতে তদন্ত করলে এই ধরনের অনেক রাজু সাহানির খোঁজ পাওয়া যাবে।
BJP-BJYM Halisahar: বিজেপির বিক্ষোভ ঘিরে উত্তেজনা হালিশহর পুরসভা চত্বরে
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper