Breaking News

Alipurduar: অনশন আন্দোলনরত টেট পাস চাকুরী প্রার্থীদের ওপর মাঝরাতে পুলিশী হামলার প্রতিবাদে ধিক্কার সভা

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: অনশন আন্দোলনরত টেট পাস চাকুরী প্রার্থীদের  ওপর মাঝরাতে পুলিশী হামলার প্রতিবাদে ধিক্কার সভাকলকাতার সল্টলেক এর করুণাময়ী বাস স্ট্যান্ডে অনশন আন্দোলনরত ২০১৪ সালের টেট উত্তীর্ণ চাকুরী প্রার্থীদের ওপর বৃহস্পতিবার মাঝ রাতে পুলিশ বর্বরোচিত হামলা চালিয়ে শান্তিপূর্ণ আন্দোলন ভেঙ্গে দিয়েছে। এই ঘটনার প্রতিবাদে নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির আলিপুরদুয়ার জেলা শাখা আলিপুরদুয়ার চৌপথিতে ধিক্কার মিছিল ও পথসভা করে। নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির আলিপুরদুয়ার জেলা সভাপতি সুশান্ত সরকার জানান রাজ্যের পুলিশ শাসকদল তৃণমুলের দলদাসে পরিণত হয়েছে। বৃহস্পতিবার মাঝরাতে শান্তিপূর্ণ অনশন আন্দোলনরত টেট উত্তীর্ণ চাকুরী প্রার্থীদের ওপর যে বর্বরোচিত হামলা চালিয়েছে তা নিন্দনীয়। এই ঘটনার প্রতিবাদে এদিনের বিক্ষোভ প্রদর্শন ও ধিক্কার মিছিল আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের আলিপুরদুয়ার জেলা সম্পাদক প্রসেঞ্জিত রায় সহ অন্যান্য নেতৃত্ব।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।