Breaking News

Ramrajatala Howrah: মৃত মায়ের দেহ আগলে মেয়ে হাওড়ার রামরাজাতলায়

রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া

Ramrajatala Howrah: মৃত মায়ের দেহ আগলে মেয়ে হাওড়ার রামরাজাতলায় আজ হাওড়ার জগাছা থানার অন্তর্গত রামনাজাতলা অঞ্চলে মেয়ে তার মায়ের মৃতদেহ আগলে রেখেছিলেন তিন দিন ধরে পরবর্তীকালে এলাকার মানুষ বিষয়টি জানতে পারলে এলাকার মানুষের মধ্যে আতঙ্কে সৃষ্টি হয় | খবর দেওয়া হয় জগাছা থানায়| ঘটনাস্থলে ছুটে আসে জগাছা থানার পুলিশ। তারপর পুলিশ মৃতদেহ উদ্ধার করে মেয়েকে সঙ্গে করে নিয়ে চলে আসেন থানায়| এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।