বড়দিনের সকালে জগৎবল্লভপুর এর বড়গাছিয়ায় ট্রেন দুর্ঘটনায় মৃত্যু যুবকের। মৃত যুবকের নাম মণটু বাড়ি পাঁতিহাল।স্থানীয় সুত্রে জানা গিয়েছে আজ সকাল ৯টা কুড়ি নাগাদ আমতার দিক থেকে হাওড়ার দিকে একটি ট্রেন যাচ্ছিল সেই সময় বড়গাছিয়া লেভেল ক্রসিং এর কাছে ট্রেন লাইনের উপর বসে ফোনে কথা বলছিল ওই যুবক সঙ্গে সঙ্গে ট্রেনের সজোরে ধাক্কায় ছিটকে পড়ে লাইনে, ঘটনার পরেই ভিড় জমে যায় ঘটনাস্থলে, ওই যুবককে উদ্ধার করে জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে পারিবারিক অশান্তির জেরে ওই যুবক মানসিকভাবে বিপর্যস্ত, পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
train accident: ট্রেন দুর্ঘটনায় মৃত্যু যুবকের বড়গাছিয়ায়
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper