বহুদিন ধরেই পুকুর ভরাটের কাজ জোরকদমে চলছিল ভাটপাড়া পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের সবুজ সংঘ মাঠ সন্নিহিত এলাকায়। বিষয়টি নজরে আসার পর পদক্ষেপ নিলেন স্থানীয় পুরপিতা তথা জল দপ্তরের সিআইসি অমিত গুপ্তা। শুক্রবার বেলায় ভাটপাড়া থানার পুলিশ, পুরসভার ইঞ্জিনিয়ার ও স্থানীয় পুরপিতার উপস্থিতিতেই জেসিবি দিয়ে মাটি ও নোংরা-আবর্জনা তোলার কাজ শুরু হয়ে গেল। স্থানীয় পুরপিতা অমিত গুপ্তা বললেন, অন্যায় কাজকে বরদাস্ত করা যাবে না। পুকুরটিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা হবে। জমির মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Bhatpara: পুকুর ভরাট রুখে দিলেন ভাটপাড়ার পাঁচ নম্বর ওয়ার্ডের পুরপিতা
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর