Breaking News

The Kerala Story Jalpaiguri BJYM: বিজেপি যুব মোর্চার ধিক্কার মিছিল ময়নাগুড়িতে

রিপোর্ট : দেবব্রত সেন , এই যুগ, জলপাইগুড়ি

The Kerala Story Jalpaiguri BJYM: বিজেপি যুব মোর্চার ধিক্কার মিছিল ময়নাগুড়িতে  বৃহস্পতিবার জলপাইগুড়ির (The Kerala Story ) ময়নাগুড়িতে ধিক্কার মিছিলে হাটল ভারতীয় জনতা যুব মোর্চা ময়নাগুড়ি। উল্লেখ সম্প্রতি সদ্য মুক্তি প্রাপ্ত সিনেমা “দ্য কেরালা স্টোরি, ” সারা দেশে চলছে অবাধে। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আলাদা চিত্র। এ রাজ্যের সরকার সিনেমাটি ব্যান করেছে। এরই প্রতিবাদ রাজ্য জুড়ে পথে নেমেছে বিজেপি ও বিজেপি যুব মোর্চা। এদিন ময়নাগুড়িতে বিজেপি যুব মোর্চার ডাকে ধিক্কার মিছিলটি শহর পরিক্রমা করে। উপস্থিত ছিলেন যুব মোর্চার নেতা ও নেত্রীরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।